চুয়াডাঙ্গায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাল ছাত্রীরা
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বাল্যবিবাহবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শত শত ছাত্রী বাল্যবিবাহকে লালকার্ড দেখায়। তারা ‘বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ মানব না’ বলে শপথ নেয়।
বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজনদের নিয়ে সদর উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) সায়মা ইউনুস বলেন, চুয়াডাঙ্গা জেলায় প্রতিবছর যত বিয়ে হয়, তার এক-তৃতীয়াংশই শিশু বয়সে। ২০১৫ সালে বাল্যবিবাহবিরোধী ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ২১ জনকে জরিমানা ও কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।
ডিসি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর তিনি বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষকসহ উপস্থিত সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান।