চুয়াডাঙ্গা লণ্ডভণ্ড, দেয়াল চাপায় বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গায় শিলাবৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় এই ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে গাছের ডালপালা, উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
এদিকে ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে জেলার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের মৃত মহিউদ্দিন শেখের স্ত্রী মহিরুন নেছার (৭০) মৃত্যু হয়েছে। আলমডাঙ্গা থানাধীন পাঁচ কমলাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার রকিবুল হাসান জানান, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল ৩০ মিলিমিটার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা ও বোরো ধানক্ষেতের বেশি ক্ষতি হয়েছে।
এদিকে, সদর উপজেলার জাফরপুর ও ভুলটিয়া এলাকায় সড়কের ওপর গাছ পড়ায় ওই সড়কে আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি রাস্তার ওপর ভেঙে পড়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে গাছ অপসারণের কাজ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) সায়মা ইউনুস জানান, চুয়াডাঙ্গায় ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে গাছ পড়েছে। সেই সব স্থান থেকে গাছ অপসারণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।