চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত
চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আজিজুল হক (৩০) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি দামুড়হুদা উপজেলার দলিয়ারপুরে বাস করতেন।
নিহতের আত্মীয়স্বজনরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমসাধু নিয়ে আজিজুল হাপানিয়া গ্রামে যাচ্ছিলেন। দ্রুতগামী একটি ট্রাকের পেছন পেছন যাওয়ার সময় আলোকদিয়া বাজারে ট্রাকটি ব্রেক চাপলে আলমসাধু চালক ট্রাকের পেছনে ধাক্কা মারে এবং গুরুতর জখম হলে লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা জানান, হাসপাতালে নেওয়ার পরপরই আজিজুলের মৃত্যু হয়। বুকে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।