লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি নিহত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু কাউছার ওরফে বড় কাউছার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। কাউসারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ৩ নম্বর ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানায়, ছয় মামলার আসামি বড় কাউছারকে নিয়ে লতিফপুর গ্রামের ৩ নম্বর ব্রিজের মাথা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এ সময় কাউছারের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে। এতে কাউছার গুলিবিদ্ধ হয় এবং আহত হন পুলিশের তিন সদস্য। পরে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন। কাউছারের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানা ও চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র-ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত কাউছার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
আহত পুলিশ সদস্যরা হলেন চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক কাউচার উদ্দিন চৌধুরী, কনস্টেবল ইব্রাহিম খলিল ও মহসিন খান।