স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় ম্যারাথন দৌড়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ৩২ মিনিটে দামুড়হুদা উপজেলার দর্শনা রেলগেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের সাইফুল ইসলাম । তিনি এক ঘণ্টা ১১ মিনিট সময়ে ১৮ কিলোমিটার পথ অতিক্রম করে শেষসীমা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। একই গ্রামের সিরাজুল ইসলাম এক ঘণ্টা ১১ মিনিট ১ সেকেন্ডে দ্বিতীয় এবং বিপুল হোসেন এক ঘণ্টা ১৬ মিনিটে পৌঁছে তৃতীয় স্থান অধিকার করেন।
প্রতিযোগিতায় ৩৪ জন অংশ নিলেও মাত্র ছয়জন শেষসীমা পর্যন্ত পৌঁছাতে পারেন ।
এ সময় ম্যারাথন দৌড় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রাজ্জাক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।