লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পালেরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি এলজি, একটি কাটা রাইফেল ও দুটি একনলা বন্দুক। এ ছাড়া বিভিন্ন অস্ত্রের ৫৩টি গুলি উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীরা পালেরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ডিবি পুলিশ নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়িতে তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।