লক্ষ্মীপুরে চার দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বেড়ির রাস্তার মাথা বাজারে চারটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাহ উদ্দিন জানান, বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে বাজারের একটি মুদি ও চায়ের দোকান, দুটি কাঠের আসবাবের দোকান পুড়ে যায়।
ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেন, আগুনে তাঁদের প্রায় ১০-১২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।