পাবনায় জমি নিয়ে বিরোধে বড় ভাই খুন
পাবনার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নবাব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বজনদের অভিযোগ, ছোট ভাই আবদুল লতিফ পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই নবাব আলীকে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, পাবনা জেনারেল হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে। কারা ও কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নিহত নবাব আলীর ছেলে আতিয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাড়ির জমি নিয়ে আমার আব্বার সঙ্গে ছোট চাচা আবদুল লতিফের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছোট চাচা লতিফ লোহার রড দিয়ে আমার বাবাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান তিনি।’