বরগুনায় প্রতিপক্ষের কোপে যুবক নিহত, আহত ২
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে প্রতিপক্ষের কোপে রাসেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
আজ রোববার দুপুর ১২টার দিকে পাকুরগাছিয়া এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন রুবেল ও চম্পা। তাঁদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাসেলের স্বজনরা জানান, এক বছর আগে একই এলাকার শিরিনকে বিয়ে করেন রাসেল। মামাতো ভাই সোহেল আগেই বিয়ে করতে চেয়েছিলেন শিরিনকে। বিয়ের পরও শিরিনকে স্বামীর ঘর ছেড়ে চলে আসার প্রস্তাব দিয়ে আসছিলেন সোহেল।
এসব ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পাকুরগাছিয়া গ্রামের এক চায়ের দোকানে বসে সোহেল ও তাঁর সহযোগী কবিরসহ আরো কয়েকজন রাসেলকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
ওসি আরো বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।