চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর স্বীকৃতির দাবি
চুয়াডাঙ্গাকে প্রথম রাজধানীর স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলাবাসী।
আজ রোববার প্রথম রাজধানী বাস্তবায়ন পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল ৯টায় বড় বাজার শহীদ হাসান চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন পতাকা ও মুক্তিযুদ্ধ সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। পতাকা উত্তোলনের পর মানববন্ধন কর্মসূচি এবং মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয় এবং ফেস্টুনসহ বেলুন ওড়ানো হয়।
বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ওয়ালিউর রহমান মালিকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আবু হোসেন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সদর উপজেলা কমান্ডার আশু বাঙালী, জেএসডির কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেন, জাতীয় পাটির নেতা শাহবুদ্দিন বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, উদীচীর সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।
কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১০ এপ্রিল চুয়াডাঙ্গায় অস্থায়ী সরকারের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সব আয়োজন সম্পন্ন হওয়ার পর পাকবাহিনীর হামলায় তা মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্থানান্তর করা হয়। বিগত ৪৫ বছর ধরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনগুলো ১০ এপ্রিল চুয়াডাঙ্গা রাজধানী দিবস হিসেবে পালন করে আসছে। রাষ্ট্রীয় স্বীকৃতি এখন সময়ের দাবি।