বান্দরবানে পুড়ে গেছে ১০ বসতবাড়ি, আহত ২
বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১০টি বসতবাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের নিউ গুলশান ও পশ্চিম বালাঘাটায় এ ঘটনা ঘটে।
বান্দরবান ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা রণবীর দাশ জানান, নিউ গুলশান এলাকার বসতবাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নয়টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আরো কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে সুকুমার ধরসহ (২৪) দুজন আহত হন।
এ ছাড়া প্রায় একই সময়ে সদর উপজেলার পশ্চিম বালাঘাটায় একটি বাড়ির চুলা থেকে আগুন লেগে রাখাল বাবু নামের এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুটি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।