কুমিল্লায় এবার জাতীয়ভাবে নজরুল জন্মোৎসব
কুমিল্লায় এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব জাতীয়ভাবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করতে কুমিল্লায় আসেন সংস্কৃতিমন্ত্রী। পরে তিনি উপমহাদেশের প্রখ্যাত গায়ক শচীন দেব বর্মণের বাসভবন পরিদর্শন করেন, যেখানে কাজী নজরুল ইসলামেরও স্মৃতি রয়েছে। সেখানেই সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান নূর।
কুমিল্লায় দীর্ঘদিন ধরেই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপিত হয়ে আসছে। এবার অনুষ্ঠানটি সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসন এতে সার্বিক সহযোগিতা করবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলামের জন্মোৎসবের অনুষ্ঠান এবার জাতীয়ভাবে কুমিল্লায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য কুমিল্লা জেলা প্রশাসনের সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলা হয়েছে।
এ সময় আসাদুজ্জামান নূর আরো বলেন, আমাদের সংগীত ভুবনে শচীন দেব বর্মণ অসাধারণ এক ব্যক্তিত্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি বিজড়িত বাসভবনটি দখলে নেওয়া হয়েছে। একে একটি আদর্শ সংস্কৃতিকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়েছে, বরাদ্দও শেষ পর্যায়ে।
ভবনটি সংস্কার মানেই শুধু সিমেন্ট, বালি ও রং দেওয়া নয়। একে আগের চেহারায় ফিরিয়ে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।