যশোরে দরপত্র নিয়ে সংঘর্ষ, সাবেক এমপির বাসায় ককটেল
যশোরে শিক্ষা অধিদপ্তরের কাজে দরপত্র জমা নিয়ে দুই পক্ষের মধ্যে আজ মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যশোর-৩ আসনে আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর ছেলেসহ সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৯ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। কাজ পাওয়ার জন্য দুটি পক্ষ সকাল থেকে শহরের শিক্ষা ভবন এলাকায় অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষকে দরপত্র জমাদানে বাধা দিতে থাকে। একপর্যায়ে দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে শিক্ষা ভবনের পাশে সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর বাড়িতেও পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
খালেদুর রহমান টিটো এনটিভি অনলাইনকে বলেন, শিক্ষা ভবনের পাশেই তাঁর বাড়ি। তাঁর ছেলে হাবিব হাসান বাবুও দরপত্র জমা দিতে গিয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাড়িতে পাঁচ-ছয়টি ককটেল নিক্ষেপ করে। এতে তাঁর ছোট ছেলে হাবিব হাসান বাবু ও পথচারীসহ অন্তত সাতজন আহত হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক এনটিভি অনলাইনকে বলেন, দরপত্র নিয়ে শিক্ষাভবন এলাকায় বোমাবাজি হয়েছে বলে শুনেছি। তবে এতে কেউ হতাহত হয়নি।