মেহেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ্য করবো চিকিৎসা করে’- এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার মেহেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
শহরের পৌর ঈদগাহ গেট থেকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিভিল সার্জন ডা. আজিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তাপস কুমার সরকারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়।