মানবতাবিরোধী অপরাধ : নরসিংদীতে ১ আসামি গ্রেপ্তার
নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ওয়ারেন্টভুক্ত আসামি রমজান আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার সকালে উপপরিদর্শক (এসআই) রূপমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে। রমজান আলীর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
এসআই রূপম জানান, যুদ্ধাপরাধী রমজান দীর্ঘ প্রায় ২০ বছর ধরে শহরের কাউরিয়া পাড়া লঞ্চঘাট এলাকায় আত্মগোপন করে আছে। কুখ্যাত এই যুদ্ধাপরাধী ছদ্মনাম গফুর ব্যবহার করে মেঘনা নদীর পারে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। এখানে ফেরি করে মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নেত্রকোনা পুলিশের হাতে সোপর্দ করা হয়।