মুন্সীগঞ্জে নিখোঁজ যুবককে উদ্ধারের দাবি, সড়ক অবরোধ
প্রবাস ফেরত যুবক আওলাদ হোসেন শেখকে (৪০) উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন।
অবরোধের মুখে ঢাকা-সিরাজদিখান সড়কে টানা দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গ্রামবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
গতকাল সোমবার উপজেলার বাসাইল ইউনিয়নের সিঙ্গাইরটেক গ্রামের আওলাদ শেখ নিখোঁজ হন। কোরিয়া প্রবাসী এই যুবক পাঁচ মাস আগে দেশে ফিরেছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এনটিভি অনলাইনকে জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে বের হন আওলাদ। পরে নিজ বাড়ির উদ্দেশে রওনা দিলে পথে নিখোঁজ হন আওলাদ।
সোমবার রাতেই তাঁর ভাগ্নে মো. বিল্লাল হোসেন জীবন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিরাজদিখান সড়কে উপজেলার বাসাইল ইউনিয়নের সিঙ্গাইরটেক গ্রামে শত শত নারী-পুরুষ এ অবরোধ সৃষ্টি করে। এ সময়
ঢাকা-সিরাজদিখান সড়কে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।
দুপুর দেড়টার দিকে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান অপহৃত যুবককে উদ্ধারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।