বাকৃবির আ.লীগপন্থী ৫১ শিক্ষকের পদত্যাগ
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হকের পদত্যাগ বা অপসারণের দাবিতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ৫১ শিক্ষক পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইনামুল হক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেকের কাছে প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগপত্র হস্তান্তর করেন।
পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রভোস্ট, হাউজ টিউটর, ডিরেক্টর কো-অর্ডিনেটররা। তাঁদের মধ্যে নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক চৌধুরী, আবাসন কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন দাস, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির অধ্যাপক মো আব্দুর রহমান সরকার, বাউরেসের পরিচালক অধ্যাপক লুৎফুল হাসান, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক মো. আব্দুল আলিমও রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক জানান, পদত্যাগপত্র উপাচার্যের কাছে উপস্থাপন করার পর তাঁর মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার দাবিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বাকৃবি শাখা ছাত্রলীগ। এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।