রামগঞ্জে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মফিজ উল্যার বাড়িতে মোটরসাইকেল বহর নিয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় একটি প্রাইভেটকার ও ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করেছেন মফিজ উল্যা। তবে আওয়ামী লীগের প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিএনপি প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মফিজ উল্যা জানান, গতকাল রাতে মোটরসাইকেল বহর নিয়ে ৩০-৪০ জন লোক তাঁর বাড়িতে আসে। এ সময় তারা তাঁকে না পেয়ে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। পরে ঘরের সামনে থাকা একটি প্রাইভেটকারের সামনের গ্লাসও ভাঙচুর করা হয়। ঘটনার সময় ভয়ে পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
মফিজ উল্যা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ উল্যার লোকজন হামলা চালিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমি রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করব।’
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ উল্যা জানান, বিএনপি প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঘটনাটি নিজেরাই ঘটিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।