চুয়াডাঙ্গায় আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এক যুগ পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যরা আজ সকাল ১০টায় শহরের হোটেল রয়েল ব্লুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। নবনির্বাচিত নেতাদের সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার।
পরিচিতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহতাব উদ্দিন, রফিকুল ইসলাম ও শাহ আলম সনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, নতুন-পুরোনো সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকার কাটছাট ছাড়াই কমিটি অনুমোদন করেছেন। আগামী দিনগুলোতে স্থানীয় উন্নয়নে এই কমিটি যথাযথ ভূমিকা রাখবে বলে সভাপতি আশা প্রকাশ করেন।
এক যুগ পর গত বছরের ২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ।আজ বুধবার ঘোষণা করা হলো কেন্দ্রীয় কমিটি অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নাম ।