কলকাতা বইমেলায় ঢাকার স্টল বন্ধ
কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে বাংলাদেশের পর্যটন মন্ত্রণালয়ের অধীন একটি স্টল সরিয়ে দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। ক্ষমতাসীন বিজেপির অঙ্গসংগঠনটির অভিযোগ, ওই স্টলের একটি বইয়ে ভারতের মানচিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
বিজেপি নেতা কৃষাণু মিত্র বলেন, 'মানচিত্রে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ভারতীয় নাগরিকদের জন্য বিব্রতকর ও অপমানজনক।' তিনি জানান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা তাঁদের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রকাশক ও বই বিক্রেতা গিল্ডের কাছে স্মারকলিপি দিয়েছে। গিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি ভুল।
গিল্ডের মহাসচিব ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘কাশ্মীরের যেকোনো অংশকে পাকিস্তানের অংশ দেখানো একটি বড় ভুল। আমরা তা সমর্থনও করি না। আমরা এর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে স্টলটি বন্ধ করে দিয়েছি।'
বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাখখারুল ইকবাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ২০০৮ সাল থেকে একই মানচিত্র প্রচারিত হয়ে আসছে, এটা কারো নজরে আসেনি। তিনি বলেন, 'এটি একটি ছোট ভুল এবং গুগল মানচিত্র থেকে তা মুছে ফেলা হয়েছে। তবে আমি বিষয়টিকে খাটো করছি না। তারপরও এটা ভুল। তাদের আরো যত্নবান হওয়া উচিত ছিল। স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে, আজ আমরা সেখানে আরেকটি স্টল দিয়েছি।'
সূত্র জানিয়েছে, বাংলাদেশ পর্যটন বিভাগের যাঁরা এর সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।