শেরপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার
শেরপুরর নালিতাবাড়ী উপজেলার বেলতলি এলাকা থেকে মাটি খুঁড়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রুকন মিয়া (২৪)। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় বেলতলির শ্মশানঘাট থেকে রুকনের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া গ্রামে। গত বুধবার থেকে রুকন নিখোঁজ ছিলেন।
হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার রাতে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরি গ্রামের রফিকুল ইসলাম, আশরাফুল হক ও জাহেদুল ইসলাম। জিজ্ঞাসাবাদে তাঁরা রুকনকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, নিহত রুকন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বুধবার রাতে তাঁর মোটরসাইকেল ভাড়া নেয় গ্রেপ্তার হওয়া তিনজন। পরে নালিতাবাড়ীর বেলতলি এলাকায় এসে রুকনকে শ্বাসরোধ করে হত্যা করার পর মাটিতে লাশটি পুঁতে রাখে।
হালুয়াঘাট থানার ওসি এম এ হক জানান, নিখোঁজের পর রুকনের বাবা ফজলুল হক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপরই পুলিশ অভিযানে নামে।