স্কুলড্রেস আর টিফিন বক্স পেল লক্ষ্মীপুরের ৪৫০ শিক্ষার্থী
লক্ষ্মীপুরে ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে পৌর শহরের পূর্ব বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস ও টিফিন বক্স বিতরণ করেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
পৌর মেয়র আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। সার্টিফিকেট অর্জনের জন্য নয়, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আসার আহ্বান জানান তিনি।
পরে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমণ্ডলে আবদুর রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া বিকেল ৩টায় টাউন হল মিলনায়তনে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।