চুয়াডাঙ্গায় ব্যবসায়ী ভুলুর খুনিদের গ্রেপ্তার দাবিতে অনশন
চুয়াডাঙ্গায় মাছ ব্যবসায়ী হানিফ উদ্দিন ভুলুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে স্বজনরা। আজ শনিবার বেলা ১১টায় বড়বাজার শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসূচিতে নিহত ভুলুর মা সুফিয়া খাতুন, মফিজুর রহমান, শেখ রিংকু ও মোহাম্মদ ফিট্রুসহ স্বজনরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, ভুলুর হত্যাকারীরা নিজ এলাকায় অবস্থান করে প্রকাশ্যে ঘুরলেও প্রশাসন আসামিদের গ্রেপ্তার করছে না। তারা পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
গত ১১ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা জীনতলাপাড়ার খবির উদ্দিনের ছেলে মাছ ব্যবসায়ী হানিফ উদ্দিন ভুলুকে (২০) ফেরিঘাট রোডে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। এ ঘটনায় ভুলুর মা সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় সাত-আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুলু হত্যার ঘটনায় একজন আসামি ধরা পড়েছে। বাকিদের ধরতে পুলিশ ও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা এলাকায় রয়েছে স্বজনদের এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।
এর আগে গত ১৯ মার্চ ভুলুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্বজনরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ২৩ মার্চ একই দাবিতে শহীদ হাসান চত্বরে মানববন্ধন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।