যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট এলাকায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই যুবলীগ নেতার নাম জামাল উদ্দিন। তিনি চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, দাসেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সহসাধারণ সম্পাদক। তাঁর বাড়ি একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারে ভাড়া বাসায় ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন জামাল। পরে ওই ছাত্রীকে ফেলে রেখে তিনি পালিয়ে যান। একপর্যায়ে ওই স্কুলছাত্রী চিৎকার দিলে বাজারের ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে দাসেরহাট মাছ বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। স্ত্রী বাসায় না থাকায় ওই স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেওয়া হবে।
দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র শীল জানায়, স্কুলছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।