অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিং কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর মাসেই বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মাওয়া প্রান্তে এ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই দিন জাজিরা প্রান্তে নদীশাসনের কাজেরও উদ্বোধন করা হবে।
আজ বুধবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শন করার সময় এসব কথা জানান ওবায়দুল কাদের।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন কাজের পাশাপাশি টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। ২০১৭ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়, পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।