যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুরের দাসেরহাটে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা জামাল উদ্দিন ও তাঁর সহযোগী ওসমানকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় দাসেরহাট বাজারের স্কুল সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান, স্টুডেন্ট কেবিনেটের ছাত্র বিভাগের সভাপতি মিরাজুল ইসলাম, ছাত্রী বিভাগের সভানেত্রী সুমি আক্তার, সদস্য সাথী আক্তারসহ এলাকার বাসিন্দারা।
মানববন্ধন শেষে ওই বাজারে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে কৌশলে দাসেরহাট বাজারে ভাড়া বাসায় ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন জামাল। পরে ওই ছাত্রীকে ফেলে রেখে তিনি পালিয়ে যান। একপর্যায়ে ওই স্কুলছাত্রী চিৎকার দিলে বাজারের ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে দাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত জামাল উদ্দিন চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক, দাসেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সহসাধারণ সম্পাদক। তাঁর বাড়ি একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
গতকাল রোববার সকালে জামাল ও তাঁর সহযোগী ওসমানকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়।