কমলনগরে জেলের লাশ উদ্ধার, মাঝি আটক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারীরহাটে মেঘনা নদীসংলগ্ন খালে নোঙর করা ইঞ্জিনচালিত নৌকা থেকে কবির হোসেন (২১) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নৌকার মাঝি রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে।
সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত জেলে কবির হোসেন কমলনগর উপজেলার দক্ষিণ চর ফলকন গ্রামের আবুল বাশারের ছেলে। আটক রুহুল আমিন মাঝি একই এলাকার মো. মুসলিমের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রোববার রুহুল আমিন মাঝির সঙ্গে জেলে কবির হোসেন ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। সন্ধ্যায় ফেরার পথে মাঝির সঙ্গে জেলে কবিরের কথাকাটাকাটি হয়। ভোরে স্থানীয় লোকজন জেলে কবিরের লাশ নৌকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে। সকালে রুহুল আমিন মাঝি পালিয়ে যাওয়ার সময় হাজিরহাট বাজার থেকে জেলে কবিরের স্বজনরা তাঁকে আটক করে পুলিশে দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, নদী থেকে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নৌকার মাঝি রুহুল আমিনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।