আশুলিয়ায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থেকে অপহৃত শিশু মুন্নিকে নাটোরের সিংড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে সিংড়ার পাটকান্দি গ্রামে অভিযান চালিয়ে মুন্নিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন নাটোরের আসলাম আলী ও সিরাজগঞ্জের ইসমাইল হোসেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, আশুলিয়ার টেঙ্গুরি গ্রামের আবদুল জলিলের বাড়ির ভাড়াটিয়া পোশাককর্মী আসলাম আলী ও ইসমাইল হোসেন। গত রোববার বাড়ির মালিকের পাঁচ বছরের মেয়ে মুন্নি আক্তারকে অপহরণ করেন ওই দুজন। পরে নাটোরের সিংড়া উপজেলার পাটকান্দি গ্রামে আসলামের বাড়িতে নিয়ে আটকে রাখা হয় মুন্নিকে।
ওই দুজন মুন্নির বাবার কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি মুন্নির পরিবার আশুলিয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত রাতে পাটকান্দি গ্রামে অভিযান চালিয়ে মুন্নিকে উদ্ধার করে দুই অপহরণকারীকে আটক করে।