পিরোজপুরে হামলায় আহত কিশোরের মৃত্যু
পিরোজপুর শহরে ক্রিকেট খেলা নিয়ে হামলায় আহত কিশোর মো. কাইউম শেখ (১৭) আজ মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ক্রিকেট খেলা নিয়ে শহরের দুই দল কিশোরের মধ্যে মারামারি হয়। এর জের ধরে গত রোববার বিকেল ৪টার দিকে পুনরায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। এ সময় কিশোর কাইউম মেলায় গেলে তাকে প্রতিপক্ষের লোক মনে করে ধরে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে টাউন স্কুল সড়কে ফেলে রাখে। পরে অপর পক্ষ এগিয়ে এলে পুলিশ উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংবাদ পেয়ে স্বজনরা এসে আহত কাইউমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনা হলেও ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।