চুয়াডাঙ্গা সীমান্ত থেকে সোনার বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে সোনার বার ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আটক ব্যক্তির নাম শফিউল আলম কাজল (৪০)।
দুপুর সাড়ে ১২টায় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিজিবি-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ সাংবাদিকদের জানান, সকালে মুন্সিপুর সীমান্তচৌকির টহলদলের সদস্যরা ৬২০ গ্রাম ওজনের দুটি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ কাজলকে আটক করেন। জব্দ হওয়া এসব সামগ্রীর আনুমানিক দাম ৩৮ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আটক কাজল নাস্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি সাংবাদিকদের জানান, তিনি চোরাপথে আনা সোনার বাহক হিসেবে কাজ করেন। সোনার বার দুটি গেদে সীমান্তে পৌঁছাতে পারলে এক হাজার টাকা মজুরি পেতেন তিনি। দর্শনার পুরাতন বাজারের জনৈক শরীফের কাছ থেকে নিয়ে তা গেদের অমলের কাছে পাঠানো হচ্ছিল বলে বলেও স্বীকার করেন তিনি।