লক্ষ্মীপুরে ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন
মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ থেকে করুণানগর বাজার এলাকার ১০টি পয়েন্টে এ মানববন্ধন পালন করা হয়।
কমলনগর নদী ভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।
কমলনগর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন হাজির হাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাস্টার, অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, অ্যাডভোকেট আনোয়ারুল হক, চরফলকন ইউপির সাবেক চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কমলনগরের মতিরহাট থেকে কালকিনি সাহেবের হাট, চর ফলকন ও পাটারির হাট এ চারটি ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার এলাকা মেঘনা নদীর তীর ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া ডুবোচরের কারণে ঢাকা-চট্টগ্রামে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। তাই নদী খনন করার দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন মানববন্ধনের আয়োজকরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।