মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে
মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। মেহেরপুর সদর হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রোগী। আজ বুধবার পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া বিভাগের ১০ শয্যার বিপরীতে ৪৮ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৩৭জনই শিশু।
প্রতিদিন বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে শতাধিক ডায়রিয়া রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।
মেহেরপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর এনটিভি অনলাইনকে বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের ফলে সাধারণত শিশুরা ভাইরাসের আক্রমনে ডায়রিয়ায় আক্রান্ত হয়। অতিরিক্ত গরমের কারণেও অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে এ সময়ে শিশুদের প্রতি মায়েদের বেশি যত্ন নিতে হবে। বাসি খাবার একেবারেই খেতে দেয়া যাবে না। খাবার আগে ও পরে শিশু ও মায়েদের ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। তিনি আরো বলেন, ‘পাতলা পায়খানা অথবা বমি দেখা দিলেই সাথে সাথেই খাবার স্যালাইন খাওয়াতে হবে। তাতে কাজ না হলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।’