নাটোরে মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ গঠন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির লক্ষ্যে নাটোরে মুক্তি পরিষদ গঠন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপশহর এলাকায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা এস এম সেকেন্দার আলীকে পরিষদের আহ্বায়ক ও অধ্যক্ষ শফিকুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
প্রকৌশলী কাজী হেমায়েত উদ্দিন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তাঁরা হলেন হাবিবুল ইসলাম হেলাল, অধ্যাপক দিদারুল ইসলাম ও নজরুল ইসলাম। বাকি ২৬ জনকে সদস্য করা হয়। আলহাজ্ব মোসাদ্দেক আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে মুক্তি পরিষদ।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক এবং শিশু সংগঠক ও অনুষ্ঠান নির্মাতা এম হুমায়ুন কবিরকে সদস্যসচিব করে ঢাকায় সর্বপ্রথম মুক্তি পরিষদ গঠন করা হয়। এর পর দেশের বিভিন্ন জেলায় এ মুক্তি পরিষদ গঠিত হয়।