রংপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ভোলায় এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও অধিকারের স্থানীয় সমন্বয়কারী মো. আফজাল হোসেনের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদ এবং রংপুরের সাংবাদিক উৎস রহমানের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রংপুর শাখা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রংপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আফজাল হোসেনের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, সাংবাদিক উৎস রহমান হত্যাকাণ্ডের চার মাস পেরিয়ে গেলেও প্রকৃত খুনিরা গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার আহ্বায়ক জিতু কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাব সভাপতি শরিফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক শাকিল উৎস রহমানের মা নূরজাহান বেগম প্রমুখ।