নির্বাচনের নামে প্রহসন হচ্ছে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন যেসব নির্বাচন হচ্ছে তা নির্বাচনের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। বর্তমান ক্ষমতাসীন দলের স্লোগান হচ্ছে, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’
একটি গণতান্ত্রিক দেশে এমন পরিস্থিতি চলতে পারে না উল্লেখ করে এরশাদ আরো বলেন, ‘নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিরাজ না করলে সেখানে গণতন্ত্র থাকে না। একদিন এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে উপলক্ষে আয়োজিত এক জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন, ‘সারা দেশে যে প্রবৃদ্ধি দেখানো হয়েছে তা শুধু সরকারদলীয় লোকজনের হয়েছে। সাধারণ মানুষের দিকে তাকালে আমরা সে প্রবৃদ্ধি দেখতে পাই না। সাধারণ মানুষ ভোটের অধিকার চায়, চায় ভাতের অধিকার। সাধারণ মানুষ আরো একটি অধিকার চায়, তা হলো- স্বাভাবিক মৃত্যুর অধিকার।’
‘দেশ আজ বিপন্ন, ইসলাম বিপন্ন, মানুষ বিপন্ন। দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তাতে স্বাভাবিক মৃত্যুর পরিবেশ নেই। কেউ প্রতিবাদ করলে গুম হয়ে যায়। এভাবে দেশ চলতে পারে না। এই দেশ আমরা চাই নাই।’
এরশাদ আরো বলেন, ব্যাংকে আজ টাকা থাকে না, লুট হয়ে যায়। এজন্য শুধু বিদেশিদের দায়ী করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের যারা জড়িত তাদের কথা বলা হয় না। কারণ তারা আত্মীয়স্বজন। মানুষ মেরে ক্ষমতায় থাকা যায় না।
সাবেক এ রাষ্ট্রপতি বিএনপিকে উদ্দেশ করে বলেন, হরতাল, অবরোধ, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারলেন। এভাবে রাজনীতি করা যায় না।
এ সময় এরশাদ ইসলামী দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সব ইসলামী দল এক হও। মুসলমানরা এক থাকার জন্য আমি রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছি।’ ইসলামী দলগুলো এক থাকলে তিনি পুনরায় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ইফতেখার হাসান, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহজাহান মুনসুর প্রমুখ।
সম্মেলনে জাফরুল হাসান ফরহাদকে সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটির ঘোষণা দেন এরশাদ। উপজেলাসহ অন্যান্য কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে।