চুয়াডাঙ্গায় কৃষকদের সার ও বীজ সরবরাহ
চুয়াডাঙ্গায় খরিফ-১ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা দেওয়া হয়েছে। এক হাজার ৩৩৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় তাদের কুমড়া জাতীয় সবজির মাছি পোকা দমনে ফাঁদ ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চা চাষের উপকরণ দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার কৃষকদের হাতে এসব উপকরণ বিতরণ করেন।
এ সময় জাতীয় সংসদের হুইপ বলেন, সরকারের দেওয়া কৃষি উপকরণ কৃষকদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, কোহিনুর বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর প্রমুখ।