মেয়র আবু তাহেরের সমর্থনে সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আবু তাহেরের মনোনয়নের সমর্থনে পৌর আওয়ামী লীগের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার পৌর শহরের ফুড গার্ডেনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিম দাবি করেছেন, সংবাদ সম্মেলনের আয়োজক পৌর কমিটি নয়, বরং এটি পৌর কমিটির সভাপতি ইসমাইল হোসেনের ব্যক্তিগত আয়োজন!
আবু তাহের জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান মেয়র। আগামী ২৫ মে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে জানান, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত ২০ এপ্রিল বুধবার শহরের ফুড গার্ডেন রেস্তোরাঁয় পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু তাহেরকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। বিষয়টি লিখিতভাবে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা মনা বাকশাল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর হায়দারসহ পৌরসভার ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের অধিকাংশ নেতা।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিম জানান, পৌর আওয়ামী লীগের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি। এ কমিটির কোনো সংবাদ সম্মেলন ছিল না। বিষয়টি তাঁর জানা নেই। এটা সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর ব্যক্তিগত কর্মসূচি।