চুয়াডাঙ্গায় শিক্ষা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
চুয়াডাঙ্গাবাসীর জন্য আজ শুক্রবার ছিল এক অন্যরকম দিন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ চুয়াডাঙ্গায় আয়োজিত শিক্ষা সমাবেশে বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো উপাচার্যের চুয়াডাঙ্গায় আগমন ঘটল।
এদিকে উপাচার্যের আগমনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে ভেন্যু চুয়াডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
উপাচার্য বেলা ১১টায় সমাবেশ মঞ্চে উপস্থিত হলেও সকাল ৯টা থেকে সরকারি কলেজ ক্যাম্পাস শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের পদচারণে মুখর হয়ে ওঠে।
জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উপযোগী করতে হলে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সময়ের সঠিক ব্যবহার করলে সাফল্য ধরা দিতে বাধ্য।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দার তাঁর বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে উচ্চশিক্ষার বিকল্প নেই। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শিক্ষা সমাবেশে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, চুয়াডাঙ্গা জেলায় শিশু বয়সে বিয়ে হয়ে যাওয়া উচ্চশিক্ষায় বড় বাধা। সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে উল্লেখ করার মতো তেমন কোনো কাজ হচ্ছে না। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও এনটিভির সিনিয়র রিপোর্টার আহমেদ পিপুল।