ঝিনাইগাতীতে মহারশী নদী থেকে লাশ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতীতে মহারশী নদী থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফাকরাবাদ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত তমির উদ্দিন (৬০) উপজেলার হলদী গ্রাম উত্তরপাড়ার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শেরপুর সদর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত থেকে তমির উদ্দিন নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত তমির উদ্দিনের বড় ছেলে মঞ্জুরুল ইসলাম জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন।