গাজীপুরে লেগুনা উল্টে পথচারী নিহত, আহত ৮
গাজীপুরে যাত্রীবাহী একটি লেগুনা উল্টে এক নারী (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনার কমপক্ষে আট যাত্রী।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর শহরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর বাড়ি শেরপুর। তিনি গাজীপুর সালনা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার সোবাহানের ছেলে জাকির (২৫), সালনা এলাকার সাহেব আলীর স্ত্রী হাসিনা বেগম (২৫), ভবানীপুর এলাকার করিম বখদারের ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও মাসুদ (৩০)। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
জয়দেবপুরের নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা কনকর্ড গার্মেন্টসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এক নারীকে চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন লেগুনার আট যাত্রী। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।