চুয়াডাঙ্গায় বিদ্রোহী প্রার্থীসহ আ. লীগের ৯২ নেতাকর্মী বহিষ্কার
তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের আগের রাতে চুয়াডাঙ্গায় একসাথে আওয়ামী লীগের ৯২ নেতাকর্মকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার আলমডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু এই ছয়টি ইউনিয়নসহ ১২টি ইউনিয়নে ক্ষমতাসীন দলের ১৯ বিদ্রোহী প্রার্থী এবং তাঁদের ৭৩ জন সহযোগি-সমর্থককে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।
হাসান কাদির গনু ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর সই করা বিবৃতিতে বহিষ্কারাদেশ প্রাপ্ত তৃতীয় দফার ভোটের বিদ্রোহী প্রার্থীরা হলেন, কালিদাসপুরের মোল্লা কামরুজ্জামান ও আহসান উল্লাহ , ডাউকী ইউনিয়নের আব্দুল কাদের, খাসকররা ইউনিয়নের এ এইচ এম মোয়াজ্জেম, তাফছির আহমেদ লাল ও কুতুবুল আলম, জামজামিতে জয়নাল আবেদীন চৌধুরী, বেলগাছি ইউনিয়নের এস এম গোলাম সরোয়ার, জেহালা ইউনিয়নের আব্দুল হান্নান ও রহিদুল মিয়া ।
এ ছাড়া চতুর্থ দফা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিদ্রোহী প্রার্থী বারাদী ইউনিয়নে শহিদুল ইসলাম, গাংনীতে আবু তাহের, কুমারীতে গোলাম মহিউদ্দিন আজাদ ও সেলিম রেজা, খাদিমপুর ইউনিয়নে শাহীন আলী, জহুরুল ইসলাম ও তৌহিদুর রহমান, চিতলা ইউনিয়নে জিল্লুর রহমান ও ভাংবাড়িয়ায় আশরাফুজ্জামান নান্নুকেও বহিষ্কার করা হয়েছে।