রামগঞ্জে ভোটকেন্দ্রে গুলি, ২ পুলিশ সদস্য আহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কেন্দ্র দখলের চেষ্টা করলে অস্ত্রধারীদের গুলিতে উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে ইছাপুর ইউনিয়নের সৌন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ও পুলিশ সদস্য শফি উল্লাহ। তাঁদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্য শফি উল্লাহ জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন বলেন, আহত দুই পুলিশ সদস্যের হাতে, গলায় ও পেটে গুলি লেগেছে। তাঁদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মো. সেলিমের অবস্থা গুরুতর। তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউসার বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’