চুয়াডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪৭ জনকে দণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছয়টি ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪৭ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিভিন্ন মেয়াদে এসব দণ্ড দেওয়া হয়।
ওই ৪৭ জনের মধ্যে একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আজ দুপুর ১টার দিকে খাসকররা ইউনিয়নের হাকিমপুরে যান। সেখানে মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরির অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের রকিবুল ইসলাম, একই উপজেলার পারফোশারী গ্রামের বাবুল আকতার, পারকলসী গ্রামের আবদুল্লাহ আল মামুন ও সোরা গ্রামের শামীম হোসেনকে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডিতরা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন।
তরিকুল ইসলাম জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ওই চারজনকে রাত ৮টা পর্যন্ত থানায় আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দণ্ডিত যুবকদের সঙ্গে একই মাইক্রোবাসে থাকা আলমডাঙ্গার রামদিয়া গ্রামের দৈনিক সোনালী খবর-এর সাংবাদিক এমদাদুল হক বিশ্বাস ও গাড়িচালক হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ রানাকে সতর্ক করা হয়।
একই সময়ে জামজামি ইউনিয়নের পাঁচলিয়া জামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে সজীব হোসেন (১৮) ও বিপ্লব হোসেন (১৮) নামে দুজনকে দুই হাজার ৫০০ টাকা করে জরিমানা করেছেন বিচারিক হাকিম মাসুদুজ্জামান।
দুপুর ২টার দিকে খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে রকিবুল ইসলাম নামে এক ভোটারকে সাতদিনের কারাদণ্ড দেন তরিকুল ইসলাম।
বেলা ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন জেহালা ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেট কার ও ৩৯টি মোটরসাইকেল মালিককে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করেন।
আজ শনিবার তৃতীয় দফায় আলমডাঙ্গার কালিদাসপুর, ডাউকী, জেহালা, জামজামি, খাসকররা ও বেলগাছি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান ও বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।