ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়
অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান সহকারী আটক
অর্থ আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী আবুল কাশেম সরকারকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁকে আটক করা হয়।
ময়মনসিংহ কোতোয়াল মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ জানান, কিছুদিন আগে পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি ও বেসরকারি খাতের প্রায় ৪২ লাখ টাকার অনিয়ম ধরা পড়ে। আবুল কাশেমকে হিসাব মেলাতে সময় দেওয়া হলেও তিনি ব্যর্থ হন। এরপর গতকাল রোববার রাতে তাঁকে আটক করা হয়।
আবদুর রশিদ জানান, আত্মসাৎ করা টাকা দিয়ে আবুল কাশেম গ্রামে বাড়ি করেছেন। তাঁর নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।