গাজীপুরে রাসায়নিক কারখানায় আগুন
গাজীপুরের মাস্টারবাড়ী ভীমবাজার এলাকার কেমিট্যাক্স নামের একটি রাসায়নিক কারখানায় গতকাল বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে টিনশেড ভবনের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর ৫টার দিকে আগুন নেভান।
আগুনে কারখানায় থাকা অনেক মেশিন পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলেও লিটন জানিয়েছেন।