রায়পুরে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী এক প্রার্থীর আনন্দ-মিছিল থেকে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন ১০ জন।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোটের ফলাফল ঘোষণার পর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোটের ফলাফল শেষে বিজয়ী প্রার্থী সুমন মিঝির সমর্থকরা বিজয় মিছিল বের করেন। ওই মিছিল থেকে পরাজিত প্রার্থী বশির হাওলাদারের কর্মী-সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
রাত ৯টার দিকে এ হামলায় চরলক্ষ্মী গ্রামের কাঞ্চন আলী, আবদুল কাদের দেওয়ান ও রাঢ়ীর বাড়ি এবং কামাল ভ্যারাইটিজ স্টোর ও কাসেম দেওয়ান স্টোরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলায় আহত মো. রাজু (২৬), কাঞ্চন আলী আখন (৫৫), জাহানার বেগম (৪৫), রিনা বেগম (১৪), তানিয়া বেগমকে (১৫) রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সিরাজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’