লক্ষ্মীপুরে বিনামূল্যের ওয়াই-ফাই সেবা চালু
লক্ষ্মীপুরে চালু হলো বিনামূল্যের ওয়াই-ফাই ইন্টারনেটসেবা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. শামছুল ইসলাম। এই কার্যক্রমের আওতায় জেলা পরিষদ ও আশপাশের আধা কিলোমিটার এলাকায় বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান, হিসাবরক্ষক জসিম উদ্দিন, উচ্চমান সহকারী মাসুদ পারভেজ, ব্যবসায়ী মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে এলাকাবাসীর জন্য বিনামূল্যে ওয়াই-ফাই কার্যক্রমের উদ্বোধন করা হলো।