রামগতিতে ৩ জেলের জেল-জরিমানা
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে ইলিশের পোনা নিধনের দায়ে তিন জেলেকে জেলা-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. রবিউল হাসান তাঁদের জেল-জরিমানার আদেশ দেন।
এর আগে শনিবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে রামগতি উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ওই তিন জেলেকে ৩০ কেজি ইলিশের পোনাসহ আটক করে পুলিশ।
দণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন রামগতি উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা সেলিমের ছেলে মো. করিম (২২), ছায়েদল হকের ছেলে শাহাদাত (৩০) ও টাংকির বাজার এলাকার মোজাফ্ফর আহাম্মদের ছেলে মো. নাছির (৩০)। তাঁদের প্রত্যেকের ৩ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় জব্দকৃত ইলিশের পোনা স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।