মুন্সীগঞ্জ পুলিশের ওয়েব পোর্টালের উদ্বোধন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে ওয়েব পোর্টালের উদ্বোধন করেন।
সহকারী পুলিশ সুপার কানিজ ফাতেমা পাপড়ি জানান, জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড, জানা-অজানা তথ্য তুলে ধরা ও প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে স্বাধীনতা দিবসে জেলা পুলিশের এ ওয়েব পোর্টাল চালু করা হলো। ওয়েব পোর্টালের ঠিকানা হলো www.munshigonjpolice.gov.bd
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু প্রমুখ।