ঠিকাদারি প্রতিষ্ঠানের চালককে মারধর, চার লেনের কাজ বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে চার লেন কাজের চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের ট্রাকচালককে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার কুমিল্লার নাজিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চান্দিনা থেকে কুমিল্লা সেনানিবাসের নাজিরা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় চার লেনের কাজ বন্ধ রেখেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ ছাড়া ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই ২০ কিলোমিটার অংশে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হকের কাছ থেকে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে অবরোধ সরিয়ে নেন তাঁরা।
এ ঘটনায় আহত ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকচালক সুজন মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে যানজটে থেমে থাকা ট্রাকের সঙ্গে আমতলী হাইওয়ে ক্রসিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীরের মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে মারধর করেন।’
সুজন মিয়া আরো বলেন, ‘আমাকে মারধর ও মহাসড়ক অবরোধ করায় অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক ও আমতলী হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিই।’
আমতলী হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল এনটিভি অনলাইনকে বলেন, ‘মহাসড়কে অবরোধ বা মারামারির কোনো ঘটনা ঘটেনি। দুজনের মধ্যে শুধু তর্ক-বিতর্ক হয়েছে। আমরা উভয়কে মিলিয়ে দিয়েছি।’
এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিনো হাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক লিও এবং প্রকৌশলী ওয়ে পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেন।